একসঙ্গে ৭০টি Royal Enfield-এর গর্জন ইন্ডিয়া গেট-এর সামনে! কেঁপে উঠল এলাকা
#নয়াদিল্লি: রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের জন্য দেশের ৮ থেকে ৮–র মধ্যে যে পরিমাণ উন্মাদনা তা অন্য কোনো কোম্পানির বাইকের জন্য নেই বললেই চলে। আপনিও যদি এই বাইক পছন্দ করা ব্যক্তিদের মধ্যে একজন হয়ে থাকেন, তা হলে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময়ে রয়্যাল এনফিল্ড-এর আয়োজিত রোড ট্রিপে যাওয়ার কথা ভেবেছেন! অনেকেই প্ল্যান করেন। তবে খুব কম রাইডার Royal Enfield- এর রোড ট্রিপে যোগ দিতে সক্ষম হয়। এবার প্রায় দুবছরের ব্যবধানে আবারও রয়্যাল এনফিল্ড হিমালয় ওডিসি (Royal Enfield Himalayan Odyssey) রোড…