Malaysian Navy Helicopter: মাঝ আকাশে মুখোমুখি দুই সেনা কপ্টারের সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি ১০ জওয়ানের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার, ২৩ এপ্রিল মালয়েশিয়ার লুমুতে দুটি মালয়েশিয়ান নৌবাহিনীর হেলিকপ্টার মধ্য আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা কগায়। এতে হেলিকপ্টারের দশজন ক্রুর মৃত্যু হয়। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এই খবর নিশ্চিত করেছে। দুটি হেলিকপ্টার HOM (M503-3) এবং Fennec (M502-6)-এর মধ্যে সংঘর্ষ হয় এবং দুটি কপ্টারই সকাল ৯.৩২ মিনিটে ভেঙে পড়ে। রয়্যাল মালয়েশিয়ান নেভি এই খবর জানিয়েছে। মালয়েশিয়ার লুমুত শহরের কাছে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,…