ক্লাস সিক্সে ফেল! প্রশিক্ষণ ছাড়া প্রথম প্রচেষ্টায় UPSC-তে দ্বিতীয় হন রুক্মিণী
রুক্মিণী রিয়ার হয়তো স্কুলের উজ্জ্বল পড়ুয়াদের মধ্যে এক জন ছিলেন না৷ তবে ইউপিএসসি পরীক্ষায় আইএএস হওয়ার দৌড়ে তিনি টেক্কা দিয়েছেন৷ দ্বিতীয় স্থান পেয়েছেন মেধাতালিকায়৷ দেশের কঠিনতম প্রবেশিকা পরীক্ষায় তিনি সফল হয়েছেন কোনও প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই৷ প্রথম প্রচেষ্টায় নিজে পড়াশোনা করে আইএএস হওয়ার দৌড়ে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছেন রুক্মিণী৷ স্কুলে কোনওদিনই সেরা ছাত্রীদের মধ্যে পড়তেন না রুক্মিণী৷ ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অকৃতকার্যও হয়েছিলেন৷৷ প্রথমে তিনি পড়াশোনা করেছিলেন গুরুদাসপুরের স্কুলে৷ তার পর ডালহৌসিতে স্যাক্রেড হার্ট স্কুলে ভর্তি হন সেখান থেকে দ্বাদশ…