Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Sunny Leone: ‘পাগলামি করতাম আমরা’, কামের রানি এখনও ভোলেননি তাঁকে, চাইছেন আবার হোক!
Sunny Leone: ‘পাগলামি করতাম আমরা’, কামের রানি এখনও ভোলেননি তাঁকে, চাইছেন আবার হোক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের পুরনো পরিচয়কে অনেক আগেই ভুলেছেন সানি লিওন (Sunny Leone)। আর তিনি পর্ন ইন্ডাস্ট্রির কেউ নন। একসময় নীল সাগরের ঢেউ তুলতেন তিনি। এখন সানি বলিউডের ও রিয়ালিটি শোয়ের। লাস্যের লাভাস্রোতে কামের আগুন মিশিয়ে সানি মাত করেন অবলীলায়। সানি তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber) ও তিন সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন। তবে এখন সানি আক্ষেপ করছেন অতীতের এক সম্পর্কের জন্য়। সানির জীবনে একসময় খুব কাছের মানুষ ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্স (Russell Peters)।…

Read More