Nepali Youth into Russian Forces: কীসের লোভে নেপালি তরুণরা পুতিনের হয়ে অস্ত্র ধরতে ছুটছে জানেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশি তরুণদের সেনাবাহিনীতে কাজে লাগানোর জন্য স্বাভাবিক ভাবেই টোপ দিয়েছে রাশিয়া। কেননা, যুদ্ধ তো চালিয়ে যেতে হবে! প্রায় দেড় বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ভ্লাদিমির পুতিনের টোপ অনেক দেশই গিলেছে। গিলেছে নেপালও। নেপাল থেকে গত এক বছরে বহু তরুণ রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইউক্রেনের সঙ্গে তাদের কোনও শত্রুতা নেই। কিন্তু পুতিনের হয়ে ইউক্রেনের বিরুদ্ধেই যুদ্ধ করছেন তাঁরা। কেন করছেন? এ যুদ্ধে নেপালিদের লাভ কী? লাভ আছে বইকি! এ তো আর নিজের দেশের জন্য সব…