WATCH | Sachin Tendulkar: গুলমার্গে স্ট্রিট ক্রিকেট, হাঁকালেন অভিনব কভার ড্রাইভ, জাদুতে বুঁদ নেটপাড়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বয়স ৫০ বছর। এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে তিনি। বলে দেওয়ার দরকার নেই যে, কার কথা হচ্ছে। তিনি ‘ওয়ান অ্যান্ড অনলি’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আজও অসমুদ্র হিমাচল সচিন বলতে অজ্ঞান। সচিন অঞ্জলি-সারাকে নিয়ে ঘুরতে এসেছেন কাশ্মীরে। গুলমার্গের রাস্তা দিয়ে তাঁর কালো এসইউভি যখন এগিয়ে যাচ্ছিল, তখনই সচিনের চোখে পরে যে, কয়েকজন স্থানীয় রাস্তায়…