ভারতের হার, অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের স্বপ্নভঙ্গ, এক নজরে খেলার সব খবর
কলকাতা: ভারতের হার অস্ট্রেলিয়ার পর উজ়বেকিস্তানের বিরুদ্ধেও হাতে লাগল হতাশাই। উজ়বেকদের (IND vs UZB) কাছে ০-৩ গোলে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team)। একাধিক গোলের সুযোগ তৈরি করেও সুনীল ছেত্রীরা তা কাজে লাগাতে ব্যর্থ। মন্দের ভাল বলতে ভারতীয় দল দ্বিতীয়ার্ধে উজ়বেকিস্তানের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়। তিন গোলই প্রথমার্ধে হজম করতে হয় ভারতীয় দলকে। নাগালের স্বপ্নভঙ্গ আলেকজান্ডার বুবলিককে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) প্রথম রাউন্ডে হারিয়ে সকলের নজর কেড়েছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। তবে তাঁর স্বপ্নের দৌড়…