Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Sahara Desert Snowfall Explained: ৫৮ ডিগ্রির ‘তপ্ত কড়াই’ সাহারা ঢাকল সাদা বরফে! পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির বুকে কেন এই বিরল-অবাস্তব তুষারপাত?
Sahara Desert Snowfall Explained: ৫৮ ডিগ্রির ‘তপ্ত কড়াই’ সাহারা ঢাকল সাদা বরফে! পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির বুকে কেন এই বিরল-অবাস্তব তুষারপাত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের মরুভূমির পর এবার সাহারা মরুভূমি! প্রকৃতির খামখেয়ালিপনা চলছেই… তুষারপাত এবার সাহারা মরুভূমিতে। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৫৮ ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর সেই বৃহত্তম উষ্ণ মরুভূমি এবার ঢাকল তুষারের সাদা চাদরে। মুহূর্তে বদলে গেল তপ্ত বালুকারাশি। আবহাওয়ার উলটপুরাণ! যা ক্রমাগত বিস্ময় জাগিয়ে চলেছে। আবহাওয়ার উলটপুরাণে এর আগেও আজব ঘটনা ঘটেছে সাহারা মরুভূমিতে। ভারী বৃষ্টিতে বানভাসি হয়েছে সাহারা মরু প্রান্তর। এবার ধূ ধূ বালুরাশির সাহারা মরুভূমি ঢাকর বরফের সাদা চাদরে। সাহারা মরুভূমিতে তুষারপাতের সেই ছবি…

Read More