সাত্ত্বিক-চিরাগ জুটির দাপট, ব্যাডমিন্টনে আরও এক সোনা ভারতের ভাঁড়ারে
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের মঞ্চে ব্যাডমিন্টনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ভারত। মহিলাদের সিঙ্গলসে পি ভি সিন্ধু ও পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সোনা জিতেছেন। এবার পুরুষ ডাবলসেও এল সোনা। জিতলেন সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কমনওয়েলথ গেমসে সোমবারও ভারতের সোনার দিন হয়ে রইল। শুরুটা করেছিলেন পি ভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন। তারপর পুরুষ সিঙ্গলসে সোনা জেতেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন শরথ কমল (Sharath Kamal)। গত জুলাইয়ে চল্লিশ সম্পূর্ণ করে ফেলেছেন শরথ কমল। কিন্তু…