করিনার প্রেমে সইফ শুনেই বন্ধুকে ‘সাবধান’! সেদিন কী উপদেশ এসেছিল রানির থেকে
বলিউডের পাওয়ার কপল করিনা আর সইফের জুটি বরাবরই প্রিয় ভক্তদের কাছে। শুধু তাই নয়, অনেক তারকাও একবাক্যে মেনে নেন সইফিনা জুটির কোনও তুলনাই হয় না। অমৃতা সিং-এর সঙ্গে ডিভোর্সের পর বয়সে অনেকখানিই ছোট করিনাকে বিয়ে করলে সইফ, অনেকেই ভেবেছিলেন বুঝি বা এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহ-কে নিয়ে তাঁদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার কোনও খবর কখনও আসেনি। টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সইফ আর করিনা। আর সেখানেই…