থানার বড়বাবুর চেয়ারে বসে বাঁদর, পাশে দাঁড়িয়ে তাকে স্যালুট করছেন এসএইচও !
Report: SARVESH SRIVASTAVA অযোধ্যা: থানায় ব্যস্ততা তুঙ্গে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফাইল। এক মনে কাজ করছেন পুলিশ অফিসাররা। এমন সময় সেখানে হাজির এক বাঁদর। একেবারে সোজা গিয়ে অফিসারের চেয়ারে। যেন থানার সব কাজ এবার সেই করবে। আর বাঁদর দেখেই লম্বা স্যালুট ঠুকলেন এসএইচও দেবেন্দ্র কুমার। সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি অযোধ্যার রাম জন্মভূমি থানার। ১৫ অগাস্টের সকাল। সারা দেশেই ধুমধাম করে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। দেশাত্মবোধক গান বাজছে। পাড়ায় পাড়ায় উড়ছে তিরঙ্গা। অযোধ্যার ছবিটাও আলাদা নয়। রাম জন্মভূমি…