Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মৌসুমী-মৌমিতার বিয়ে! কেন করল তাঁরা এই বিয়ে? শুধুই কী প্রেমের টান! কাহিনিতে চমক!
মৌসুমী-মৌমিতার বিয়ে! কেন করল তাঁরা এই বিয়ে? শুধুই কী প্রেমের টান! কাহিনিতে চমক!

কলকাতা: কয়েকদিন ধরে বেশ হইচই। প্রেমের টানে দুটি মেয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছে। নিজেরা হিন্দু মতে মন্দিরের গিয়ে বিয়ে করেছে।এই ঘটনা ছড়িয়ে পড়ার পর রীতিমতো আলোড়ন পড়ে গেছে চারিদিকে।সমর্থনের তুলনায় সমালোচনার ঝড় প্রবল গতিবেগে আছড়ে পড়ছে ওদের ওপর। প্রথমটা দু’জনে বেশ বুক ফুলিয়ে বিষয়টিকে নিয়েছিল।আস্তে আস্তে তারাও সমালোচনার চাপে ম্রিয়মাণ হচ্ছে। তবে এখন তারা দু’জনে স্বামী স্ত্রী হিসাবে সংসার করছে উত্তর কলকাতার বাগুইহাটি এলাকাতে।  মৌমিতা মজুমদার(১৯) এবং মৌসুমী চৌধুরী(২৭) দু’জনে বিয়ে করেছে।সেই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। কিন্তু কেন…

Read More