Samsung-এর সব থেকে জনপ্রিয় ফোনে সাড়ে চার হাজার টাকা ছাড়! দারুন সুযোগ
কলকাতা: যদি কেউ এসময় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Samsung Galaxy M04-এর কথা ভাবা যেতে পারে। কারণ Amazon এই Samsung ফোনে দিচ্ছে বড় ছাড়। তবে শুধু এই ফোনটিই নয়। Amazon-এ নতুন বিশেষ অফারে Samsung, Realme, OnePlus-এর মতো সংস্থার স্মার্টফোনে বড় ছাড় দিচ্ছে। ফলে যাঁরা এই সময় ভাল ফোন কিনতে চাইছেন তাঁরা Amazon থেকে ফোন কিনলে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন। আসলে, এই বিশেষ ছাড়ের সুযোগে Samsung Galaxy M04 বেশ কম দামে কিনে নেওয়া যেতে পারে। Amazon-এর…