ঐতিহাসিক রুপো জয়ের পরেই নীরজকে জড়িয়ে ধরল অভিষেক বচ্চন! কী লিখলেন বুমরাহ ঘরণী?
২০২১ সালের ৭ই অগস্ট। টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাস লিখেছিলেন নীরজ চোপড়া। অ্যাথলেটিক্সে ভারত অলিম্পিক পদক জিততে পারে, সেই আশাই এর আগে কোনওদিন করেনি ভারতবাসী। স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন নীরজ, তিন বছর পর ফের নীরজের সামনে ছিল ইতিহাস লেখবার হাতছানি। বৃহস্পতিবার মধ্যরাতে গোটা দেশের চোখে ঘুম নেই। জ্যাভলিনের ফাইনালে দেশকে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা এনে দেবেন নীরজ, বিনেশের পদক হাতছাড়া হওয়ার দুঃস্বপ্ন ঘোচাবেন, এমন আশা ছিল। তিন বছর পর ‘সোনার ছেলে’ নীরজের হাতে উঠল…