Sanjay Dutt Injured: শ্যুটিংয়ে তলোয়ারের লড়াই করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত, মাথায় পড়ল সেলাই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত। আঘাত পেয়ে মাথায় কয়েকটি জায়গা কেটে যায়। ফলে সেলাই দিতে হয় কয়েকটা। অন্যদিকে, শ্যুটিং করতে গিয়ে কনুইয়ে আঘাত পেয়েছে অভিনেতা বরুণ ধাওয়ান। কনুইয়ের নীচের একটি জায়গা লাল হয়ে গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অভিনেতা। তাইল্য়ান্ড পুরী জগন্নাধ পরিচালিত ডাবল আইস্মার্ট ছবির শ্যুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ছবিটি ব্লক ব্লাস্টার আইস্মার্ট শঙ্কর-এর সিক্যুয়েল। ছবিটি মুম্বইয়ে বেশ কয়েক মাস ধরে শ্যুটিং হয়। জানা যাচ্ছে ছবিটির বাকী অংশের শ্যুটিং হচ্ছিল…