সাবধান! ইলিশের মতো দেখতে! এই মাছ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা
প্যারিস: মাছ খেয়ে কেউ মারা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে অনেকেই না বলবেন হয়তো! তবে ফ্রান্সে সার্ডিন নামের একটি মাছ খেয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। সার্ডিন মাছ দেখতে অনেকটা ইলিশের মতো। বোর্দোর একটি রেস্তোরাঁয় সার্ডিন মাছ খাওয়া ১২ জন চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, মাছ খাওয়ার কারণে আক্রান্তদের মধ্যে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা গিয়েছে। রোগটির নাম দেওয়া হয়েছে বোটুলিজম। এই রোগে স্নায়বিক সমস্যা দেখা দিতে শুরু করে। বলা হয়ে থাকে যে কোনো খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ না করলে এই…