সায়েন্স অলিম্পিয়াডে চমকে দিল ছ’বছরের আরুষি! একের পর এক কৃতিত্বে অবাক গোটা জেলা
#উত্তর ২৪ পরগনা: সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এর জাতীয় প্রতিযোগিতায় বাজিমাৎ করল জেলারই এক ক্ষুদে পড়ুয়া। ম্যাথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষায় গোল্ড মেডেল জিতল ছ’বছরের খড়দহের আরুষি দে। এর আগেও, অলিম্পিয়াডে সাতটি বিষয়ে অংশগ্রহণ করে ছ’টিতে গোল্ড মেডেল এবং একটিতে রুপো জিতে ছিল আরুষি। ছোট্ট মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা থেকে প্রতিবেশীরাও। খড়দহ রবীন্দ্রপল্লি কল্পনালয় আবাসনের বাসিন্দা আরুষি রহড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রথম শ্রেণিতে পড়ার সময়ে বাবা – মায়ের ইচ্ছাতেই গত বছরের ডিসেম্বরে একটি সংস্থার তরফে আয়োজিত অলিম্পিয়াডে…