Viral Video: সাঁতরে গিয়ে প্রেমিকাকে ফুল উপহার, সিলের এমন কীর্তিতে তাজ্জব সকলেই
নিজস্ব প্রতিবেদন: এই দৃশ্য মানবপ্রেমকেও হার মানায়! প্রাণীকূলেও যে এমন ভালবাসা রয়েছে তা বোঝা যায় সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে। সিলের রোমান্টিক কায়দায় প্রেম নিবেদনে তাজ্জব বনেছেন নেটিজেনরা। টুইটারে এই ভিডিওতেই এখন মজেছে সোশাল মিডিয়া। ছোট্ট ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই কয়েক হাজার দর্শককে টেনেছে এক লহমায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “যখন তাকে (পড়ুন প্রেমিকা সিল) ফুল দিয়ে প্রেম নিবেদন করা হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে সবথেকে বেশি খুশি আর কেউ নেই, হতে পারে না…” ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পুলে…