সাবধান ! ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ করল সেবি, এদের কথায় স্টক কিনেছেন ?
Stock Market: লাভের (Profit) বদলে হবে ক্ষতি (Loss) ! আপনিও যদি ইউটিউব (YouTube), ইন্স্টাগ্রামে (Instagram) শেয়ার বাজারের (Stock Market) ইনফ্লুয়েন্সারদের কথা শুনে স্টক (Share Price) কিনে থাকেন, তাহলে সাবধান। চলতি বছরেই এই ধরনের প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ নতুন করে এবার ১৫ হাজার ওয়েবসাইটকে নিষিদ্ধ করেছে সংস্থা। বিভ্রান্তিমূলক প্রচারের জন্য এদের নিষিদ্ধ করেছে সেবি। বাজার নিয়ন্ত্রক সংস্থার তরফে বলা হয়েছে, এই ধরনের ওয়েবসাইটগুলি কোনও নির্দিষ্ট স্টক কেনার জন্য বিনিয়োগকারীদের প্রভাবিত…