Ind vs NZ: ইশান কিষাণের দুরন্ত ব্যাটিংয়ে রায়পুরে দুরমুশ নিউজিল্যান্ড! ২-০ সিরিজে এগিয়ে ভারত
১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করেন তিনি। ফর্মে ফিরলেন সূর্যকুমার। ২৮ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত।জয় ভারতের রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রায়পুরে কার্যত হাসতে হাসতে ম্যাচ জিতল ভারত। সৌজন্যে ইশান কিষাণের অনবদ্য ব্যাটিং। ২১ বলে ৫১ রান করলেন ঈশান। তাঁর ইনিংসে ভর করে লড়াইয়ে ফেরে ভারত। কিন্তু, সোধির বলে ছয় মারতে গিয়ে আউট হন ইশান (৭৬)। ভারতের স্কোর তখন ১২৮/৩। এরপরেই পাল্টা মার শুরু করেন সূর্যকুমার যাদব। ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন সূর্য। ১৪ মাস পর…

