Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ডেটিং অ্যাপে সময় কাটান? এই ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ
ডেটিং অ্যাপে সময় কাটান? এই ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ

কলকাতা: ডেটিং অ্যাপে একটি মেয়ের সঙ্গে আলাপ হল একটি ছেলের। কিছু দিন কথাবার্তা বলার আলাপ বেশ জমে উঠল। এর পর তৈরি হল দেখা করার পরিকল্পনাও। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু দেখা করার পর মেয়েটি ছেলেটিকে নিয়ে একটি ঘরে যায়। বেশ খানিক ক্ষণ পর সেখানে আসে দু’জন পুলিশ। জানায় যে, কোনও সূত্র থেকে ফোন পেয়েই এসেছে তারা। ফোনে তাদের জানানো হয়েছে যে, ওই ঘরে একটি মেয়ের সঙ্গে বাজে কিছু ঘটছে। এর পর মামলা ধামাচাপা দেওয়ার জন্য ছেলেটির থেকে ২৭ হাজার…

Read More