হাতে রয়েছে আর কয়েকটা দিন, সবাইকে পাঠান শারদীয়ার আগাম শুভেচ্ছাবার্তা
প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনগুলিতে সমস্ত কষ্ট দুঃখ ভুলে মানুষ আনন্দে মেতে থাকে প্রিয়জনদের সঙ্গে। শরৎকালে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বলে একে বলা হয় শারদীয়া। শারদীয়া উপলক্ষে প্রিয়জন এবং বন্ধু-বান্ধবকে জানান শারদীয়ার শুভেচ্ছা বার্তা। শারদীয়ার আগাম শুভেচ্ছাবার্তা ১) আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দুর্গার আশীর্বাদে সবকিছু হয়ে উঠুক মঙ্গলময়, উৎসবে দিনগুলি কাটুক হাসিমুখে। সকলকে জানাই শারদীয় অভিনন্দন। ২) পুজো মানেই ছুটি, পুজো মানেই নতুন জামা, পুজো মানেই মাকে বরণ…