বিশেষ ধর্মীয় সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন শিনজো আবে, খুনের যুক্তি অভিযুক্তের
টোকিও: কেন এমন করলেন? শিনজো আবে (shinzo abe) হত্যায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে (tetsuya yamagami) বার বার একই প্রশ্ন করছিলেন তদন্তকারীরা। কারণটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে সম্ভবত শনিবার তার কিছুটা আঁচ মিলল। তেতসুয়ার বিশ্বাস, যে ধর্মীয় সংগঠনের (religious organization) জন্য তাঁর মাকে (mother) আর্থিক দিক থেকে সর্বস্বান্ত (bankrupt) হতে হয়েছিল তার সঙ্গে যোগাযোগ রাখতেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। খুনের কারণ কি ব্যক্তিগত আক্রোশ? তবে কি ব্যক্তিগত আক্রোশের জেরে খুন? সংবাদসংস্থা রয়টার্সের দেওয়া এই তথ্য মানলে অন্তত সেরকমই মনে হয়। তেতসুয়ার…