জলে ভিজে দ্রুত মোজা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে? নিস্তার পাবেন এটি বাড়িতে থাকলেই
বর্ষায় টানা বৃষ্টিতে জামা কাপড় তো বটেই, জুতো মোজাও যদি ভিজে যায় তাহলে তা শুকোতে চায় না কিছুতেই। একবার ভিজে গেলে, কড়া রোদ না উঠা পর্যন্ত কোনও ভাবেই তা ভালো করে শুকাতে চায় না, ফলে একটি দুর্গন্ধ বেরোতে শুরু করে জামা কাপড় বা জুতো মোজা থেকে। জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হলে তা থেকে নিস্তার পাওয়ার বেশ কয়েকটি উপায় থাকলেও জুতোর ক্ষেত্রে তা একেবারেই যায় না। বিশেষ করে একটানা বৃষ্টিতে যখন জুতো ভিজে যায়, তখন পরের দিন সকালে সেটির…