রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নাকি দুটো হাঁটুই খারাপ! অপারেশনের পর বিছানা থেকে পোস্ট
#মেলবোর্ন: প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার, ১৫০ কিলোমিটার গতিতে যার বোলিংয়ে কাঁপত, যার নাম ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তাঁরই নাকি দুটো হাঁটুতেই অস্ত্রোপচার৷ তাঁর হাঁটুতে অপারেশনের পর নিজের হাসপাতালের বেড থেকে ভিডিও শেয়ার করতে পেরেছেন৷ ভিডিওতে শোয়েব আখতারের যে চোখমুখ দেখা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ভাল নেই৷ শোয়েব আখতার মেলবোর্নে নিজের হাঁটুর অপারেশন করিয়েছেন৷ তাঁর দুটি হাঁটুতেই অস্ত্রোপচার করা হয়েছে৷ ফ্যানেদের আবেগপ্রবণ বার্তা দিয়েছেন৷ হাসপাতালের বেড থেকে তিনি জানিয়েছেন তাঁর খুবই যন্ত্রণা হচ্ছে৷ তাই ফ্যানদের প্রার্থণা করতে বলেছেন তাঁর…