মেয়েকে বশীকরণ! ‘শয়তান’ মাধবনের ব্ল্যাক ম্যাজিকের সামনে অসহায় অজয়, দেখুন ভিডিয়ো
বাড়িতে আচমকা হাজির অজ্ঞাত পরিচয়। সাহায্য চাইতে আসা সেই আগন্তুক যদি আপনার গোটা জীবনটাই ছাড়খার করে দেয়? তেমনই এক অসহায় বাবা-মেয়ের গল্প নিয়ে আসছেন অভিনেতা অজয় দেবগণ। প্রকাশ্যে এল ‘শয়তান’-এর রোমহর্ষক ট্রেলার। পরিচালক বিকাশ বহেলের এই ছবিতে ‘শয়তান’-এর ভূমিকায় দেখা মিলল আর মাধবনের। ম্যাডির অভিনয় নিঃসন্দেহে আপনার শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত নামতে বাধ্য করবে। শয়তানের ট্রেলার সম্পর্কে শয়তান কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই অতিপ্রাকৃত থ্রিলারে অজয়-মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা (অজয়ের স্ত্রী) এবং জানকি…