দুই দশকের যাত্রা শেষ, বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ! চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল মাইক্রোসফ্ট
৫ মে শেষ দিন। যাঁরা এখনও স্কাইপ ব্যবহার করেন, শেষবার তাঁদের রিংটোন বেজে উঠবে। তারপর বন্ধ হয়ে যাবে চিরতরে। দুই দশকের জনপ্রিয় ইন্টারনেট কলিং পরিষেবা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে মাইক্রোসফট। কোম্পানি জানিয়েছে, এখন থেকে টিমস-এর উপর কাজ করবে তারা। কিন্তু কী এমন হল যার কারণে স্কাইপ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট? টেক বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের যুগ শুরু হওয়ার পর থেকেই স্কাইপের জনপ্রিয়তা কমছিল। এর অন্যতম কারণ প্রযুক্তি। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপগ্রেড করতে পারেনি এই ইন্টারনেট…