Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা
সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : সিকিমে হড়পা বানে (Sikkim Flash Floods) মৃত ভারতীয় জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির (Kalchini) বাড়িতে। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল শহিদ জওয়ান বিমল ওঁরাও-কে (৪০)। গোটা ঘটনায় বাকরুদ্ধ পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিজের বীর সন্তানের ছবি বুকে জড়িয়ে ধরে বৃদ্ধ বাবাও জানালেন বিদায়। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের মুন্সি লাইনের আদিবাসী দিনমজুর পরিবারের ছেলে বিমল। সেনাবাহিনীর বিন্নাগুড়ি ছাউনিতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন । ২০০৫ সাল থেকে ভারতীয় সেনায়…

Read More

সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছ্বাস তিস্তায়, নিখোঁজ ২৩ জন জওয়ান !
সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছ্বাস তিস্তায়, নিখোঁজ ২৩ জন জওয়ান !

গ্যাংটক : সিকিমে (Sikkim) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় (Natural Disaster)। নর্থ সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি (CloudBurst)। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস (Flash Floods)। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যেতে দেখা গেছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বানভাসি লাচেন। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। এদিকে ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ। সেনার ইস্টার্ন…

Read More