এবার Airtel-ও ‘স্মার্ট মিসড কল অ্যালার্ট’! কীভাবে ব্যবহার করবেন ?
অবশেষ রিলায়েন্স জিও-র (Reliance Jio) পথ ধরে ভারতী এয়ারটেলও (Bharti Airtel) তার গ্রাহকদের জন্য ‘স্মার্ট মিসড কল অ্যালার্ট’ ফিচারটি চালু করতে যাচ্ছে। গ্রাহকরা এই খবরে বেশ খুশি। রিলায়েন্স জিও ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এই ফিচারটি ব্যবহার করছেন। এই ফিচারটি এক কথায় দুর্দান্ত। এই ফিচারে কারও সিম নেটওয়ার্ক কভারেজ সীমার বাইরে থাকলে পরবর্তী সময়ে নেটওয়ার্ক এলে ব্যবহারকারীদের ফোনে একটি মিসড কল অ্যালার্টের মেসেজ আসে। ওই মেসেজে কোন নম্বর থেকে কল এসেছিল ও যে ব্যক্তি কল করেছিলেন তাঁর নামও জানতে পারা যায়।…