Tips and Tricks: স্মার্টফোন জলে পড়লে, অথবা স্মার্টফোনে অনেকটা জল পড়লে সঙ্গে সঙ্গে কী করতে হয়? ৯৯% মানুষ জানেন না
Smartphone: জল ঢোকার সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে ফেলতে হবে। ফোন চালু থাকলে শর্ট সার্কিট হয়ে ভেতরের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন জল থেকে তুলে আগেই সেটা সুইচড অফ করে দিন। হাত থেকে স্মার্টফোন পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। স্মার্টফোন হাত থেকে পড়লে তাতে সমস্যা হয় বটে! মেঝেথে ফোন আছাড় খেলে তার ভিতরের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। তবে তার থেকেও বেশি সমস্যা হতে পারে স্মার্টফোনে জল ঢুকলে, বা ফোন জলে পড়লে। এখন প্রশ্ন হল, ফোন জলে…

