মহিলার রাতের অর্ডারেই বিপদের আঁচ! ইঁদুর মারার ‘বিষ’…? খটকা লাগতেই যা করলেন তামিলনাড়ুর ‘ব্লিঙ্কিট’ ডেলিভারি কর্মী
তামিলনাড়ুতে Blinkit ডেলিভারি কর্মীর উপস্থিত বুদ্ধি ও মানবিকতায় এক নারীর প্রাণ রক্ষা পায়, Instagram-এ শেয়ার হওয়া ঘটনার প্রশংসায় নেটমাধ্যমে বন্যা।তামিলনাড়ুতে রাতের অর্ডারেই বিপদ আঁচ, ইঁদুর মারার বিষ পৌঁছনোর আগেই প্রাণ বাঁচালেন ব্লিঙ্কিট ডেলিভারি কর্মী তামিলনাড়ুতে এক ব্লিঙ্কিট ডেলিভারি কর্মীর উপস্থিত বুদ্ধি ও মানবিকতায় রক্ষা পেল এক নারীর প্রাণ। রাতের বেলায় তিন প্যাকেট ইঁদুর মারার বিষের অর্ডার পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন ডেলিভারি কর্মী। দরজা খুলতেই তিনি দেখেন, সংশ্লিষ্ট নারী চোখের জলে ভেঙে পড়েছেন। সেই দৃশ্য দেখেই ডেলিভারি কর্মীর সন্দেহ হয়…

