‘আমি ট্রেন্ডসেটার, সবসময় সমাজকে থাপ্পড় মারছি’, জন্মদিনে নচিকেতা
কলকাতা: বহুতল আবাসনের ব্যালকনিটায় সাজানো অনেক গাছ। শহরটা দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। ঘড়ির কাঁটা সাড়ে বারোটার দিকে গড়ালেও, মেঘলা দিনে আলো ততটা চড়া হয়। সাদা গলাবন্ধ পাঞ্জাবি, পাটিয়ালা আর গলায় ডোরাকাটা স্কার্ফ নিয়ে তিনি এলেন একটু পরেই। ব্যালকনিতে রাখা সবুজ গাছগুলোর মতোই নবীন, আর দূরে ছড়িয়ে থাকা শহরটার মতোই সুরেলা। কখনও হাসলেন, কখনও দৃপ্ত ভাষায় বলে গেলেন নিজের ভাবনাগুলো। প্রতিবাদের কথা শোনালেন আবার গানের সুরে ভিজলেন, ভেজালেন। নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। জন্মদিনে এবিপি লাইভ (ABP Live) খুঁজে পেল…