মহাকাশের শব্দ শোনাল নাসা, শুনে দেখুন, গায়ে কাঁটা দেবে
#ওয়াশিংটন: মহকাশের শব্দ। সেই শব্দ শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে। অনেকেই বলবেন, মহাকাশ তো মহাশূন্য। সেখানে বেশিরভাগ জায়গা শূন্য। শূনযস্থান দিয়ে শব্দ তরঙ্গ যাবে কীভাবে? এই ভুল ধারণা ভাঙল নাসা। মহাকাশের শব্দ শুনিয়ে তারা সবাইকে অবাক করল। ২০০৩ সাল থেকে পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোল-এর শব্দ নিয়ে গবেষণা করছেন নাসা-র একদল বিজ্ঞানী।জ্যোতির্বিজ্ঞানী মত, ব্ল্যাক হোল-এর চাপে গ্যালাক্সি ক্লাস্টারে উত্তপ্ত গ্যাসে তরঙ্গের সৃষ্টি হয়। সেই শব্দ তরঙ্গকে সাউন্ড নোট হিসেবে ধরা যেতে পারে। মহাকাশের সেই শব্দ এমনিতে শোনা সম্ভব…