Wild Animals: আশ্চর্য! সিংহের চেয়েও মানুষকে বেশি ভয় পায় বন্য পশুরা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রীতিমতো আশ্চর্য করে দেওয়া খবর প্রকাশ্যে এসেছে! সিংহের চেয়েও মানুষকে নাকি বেশি ভয় পায় বন্য পশুরা! এমন আবার হয় নাকি? বরং মানুষই তো বন্যপ্রাণীদের থেকে দূরে দূরে থাকে। হ্যাঁ, কোনও গাঁজাখুরি গপ্পো নয়। রীতিমতো গবেষণা এই তথ্য প্রকাশ করেছে। গবেষণা বলছে, সিংহের গর্জনের চেয়েও মানুষের কণ্ঠস্বরে বেশি আতঙ্কিত হয়ে পড়ে বন্য জন্তুরা। মানুষের গলা শুনে সিংহের গলার থেকেও বেশি আঁতকে ওঠে বনের স্তন্যপায়ী প্রাণীরা! দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে করা এক গবেষণায় এমন দেখা…