পদক জিততে জান কবুল! ম্যাচ শেষে হাউ হাউ করে কাঁদলেন সৌরভ ঘোষাল
#বার্মিংহাম: ৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকেই হারিয়ে দিলেন সৌরভ ঘোষাল। তার পর আর আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচ শেষে কেঁদে ফেললেন স্কোয়াশ তারকা। ট আসলে কমনওয়েলথ গেমসে পদক জেতার জন্য মরিয়া ছিলেন সৌরভ ঘোষাল। মঙ্গলবার নিউজিল্যান্ডের পল কলের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সৌরভ। সোনা জয়ের আশা সেদিনই শেষ হয়েছিল। ফলে জেমস উইলস্ট্রপ-র বিরুদ্ধ ম্যাচটা সৌরভ ঘোষালের কাছে অস্তিত্ব রক্ষার হয়ে দাঁড়িয়েছিল। মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে সৌরভ নিজেকে নিংড়ে দিলেন। স্কোয়াশ থেকে প্রথম পদক জিতে নতুন ইতিহাস লিখলেন সৌরভ। অচিন্ত্য…