South Africa: ভয়াবহ হয়ে উঠছে মাঙ্কি পক্স! পাঁচজন আক্রান্ত, ১ জনের মৃত্যু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোগের যেন শেষ নেই! কখনও করোনা, কখনও বার্ড ফ্লু, কখনও মাংকি পক্স। এবার মাংকি পক্সে মৃত্যুর খবর এল সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে। সেখান থেকে অন্তত ৫টি মাংকি পক্সের কেস জানা গিয়েছে। যার মধ্যে একটি মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বুধবার, ১২ জুন রাতে এক প্রতিবেদন থেকে প্রাথমিক ভাবে এই তথ্য জানা যায়। পরে আজ, বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এমপক্স বা মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় একজন মারা গিয়েছেন। মাঙ্কি পক্স সংক্রমণে আফ্রিকার…