অস্কার জেতার পরেই ঘরে ভাঙনের ইঙ্গিত? রামচরনের পরিবারকে ঘিরে জোর চর্চা
সদ্যই অস্কার জিতেছে ‘নাটু নাটু’৷ ‘আর আর আর’-এর ‘নাটু নাটু’র তালে রামচরণ আর এনটিআরের সঙ্গে পা মিলিয়েছে গোটা বিশ্ব৷ রাজামৌলির এই সুপারহিট সিনেমার পর রামচরণের খ্যাতি এখন বিশ্বজোড়া৷ হলিউডেও তাঁর কাজের কথাবার্তার আভাস পাওয়া যাচ্ছে৷ তার মাঝেই পরিবারে ভাঙনের ইঙ্গিত৷ রামচরণের খুড়তুতো বোন নীহারিকা কোনিডেলা এবং চৈতন্য জোন্নালাগদ্দার বিয়ে নিয়ে জোর চর্চা৷ স্বামী-স্ত্রী একে অপরকে ইনস্টাগ্রামেও আনফলো করেছেন৷ ২০২০ সালে ধুমধাম করে বিয়ে করেন চিরঞ্জীবীর ভাইয়ের মেয়ে নীহারিকা৷ তবে সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় তাঁরা পরস্পরকে আনফলো করার পর…