Euro Cup 2024 Final: ইউরো কাপের ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড, পাল্লা ভারী কার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ইউরো কাপে এখনও পর্যন্ত অপরাজিত স্পেন । হারেনি একটিও ম্যাচ । রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে স্পেন খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এক নজরে দেখে নেব দুই দলের রোড টু ফাইনাল। এখনও পর্যন্ত তিনবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাঁরা। বর্তমান ইউরো কাপে দুরন্ত ফর্মে রয়েছে স্প্যানিশ দল। কিন্তু কাপ উঠবে কার হাতে? দেখে নেওয়া যাক স্পেনের রোড টু ফাইনাল—- গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে তিন-শূন্য গোলে হারায় স্পেন ।…