চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সংশয়ের আবহেই রাজনৈতিকভাবে অস্থির পাকিস্তান থেকে ফিরছে শ্রীলঙ্কা
ইসলামাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) কি আদৌ পাকিস্তানে আয়োজিত হবে? এই মুহূর্তে সম্ভাবনা ভীষণ ক্ষীণ। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। যাতে ভারতের ম্যাচ দেওয়া হয় অন্য দেশে। আর পাকিস্তানের ম্যাচ দেওয়া হয় পাক ভূখণ্ডে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সেই সংশয়ের আবহেই এবার পাক সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা এ ক্রিকেট দল। কারণ? পাকিস্তানে রাজনৈতিক…