শামি না শার্দুল? ঈশানের পরিবর্তে কি তিলক? ফাইনালে কেমন হবে ভারতের একাদশ?
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সুপার ফোরে ভারতের কাছে হারলেও, স্পিন-অস্ত্রে তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র ২১৩ রানে অল আউট করে দিয়েছিল। দুনিথ ওয়াল্লালাগে ৫ উইকেট নিয়েছিলেন। অনিয়মিত স্পিনার চারিথ আসালাঙ্কা নিয়েছিলেন ৪ উইকেট। একটা সময় ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। যদিও শেষ পর্যন্ত কুলদীপ যাদবদের দাপটে ম্যাচ জেতে…