রাষ্ট্রপতির বাড়ি দখল করে স্যুইমিং পুলে সাঁতার কাটলেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা!
#কলম্বো: অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে জনগণের ক্ষোভ বেড়েই চলেছে শ্রীলঙ্কায়। শনিবার হাজারে হাজারে বিক্ষোভকারী হামলা চালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে। জোর করে রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ার পরে বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির বাড়ির পুলে সাঁতার কাটতেও দেখা গিয়েছে। পুলে নেমে দেশের জাতীয় পতাকা নেড়ে বিক্ষোভকারীদের ভিড় করতে দেখা যায়! এখানেই শেষ না, রাষ্ট্রপতির বাসভবনের রান্নাঘরও দখল করে নেয় বিক্ষোভকারীরা। সেখানে সকলে মিলে গ্যাস চালিয়ে রান্নাও করতে দেখা গিয়েছে তাঁদের। এক শীর্ষ সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, পরিস্থিতি “নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে”…