উদ্ধারকার্যে বাধা ঠান্ডা ও বৃষ্টির, ক্ষয়ক্ষতির হিসেব নেই কোনও, তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা
আঙ্কারা: কোথায় গিয়ে দাঁড়াবে ক্ষয়ক্ষতি, ইয়ত্তা নেই তার। উদ্ধারকার্য চালাতে গিয়েও প্রতি পদে বিপত্তি বাধছে (Turkey Earthquake)। এমন পরিস্থিতিতে তুরস্কে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থার ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান (Recep Tayyip Erdoğan। দেশের ১০ প্রদেশে এই জরুরি অবস্থা বহাল থাকবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন তিনি (Turkey-Syria Earthquake)। দেশের ১০ প্রদেশে এই জরুরি অবস্থা বহাল থাকবে পর পর ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক এবং তার পড়শি দেশ সিরিয়া। বিগত এক শতকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়নি সেখানে।…