Mysterious Heartbeat: মহাশূন্যে হৃদ্স্পন্দন! আকাশে এ কার ‘হৃদয়ে’র চঞ্চলতার ধ্বনি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ পৃথিবীর বাইরে কোথাও প্রাণ আছে কিনা, বা প্রাণের কোনও ইঙ্গিত আছে কিনা, এ নিয়ে বিজ্ঞানীদের অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, অনেক গবেষণা। তাই এ-গ্রহের বাইরে বিন্দুমাত্র এ ধরনের কোনও সংকেত মিললেই উত্তেজিত হয়ে ওঠেন তাঁরা। তেমন উত্তেজনার ঘটনা ঘটল। হার্টবিটের মতো এক রহস্যময় বেতারতরঙ্গ শনাক্ত করলেন গবেষকেরা। বিজ্ঞানীরা একে বলেছেন, ‘ফাস্ট রেডিও বার্স্ট’ বা ‘এফআরবি’। বিজ্ঞানীরা বলছেন, হৃদ্স্পন্দনের অনুরূপ সংকেত প্রায় এক বিলিয়ন আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সি থেকে এসেছিল। তবে তাঁদের কাছে এ সংকেতের…