‘কুকুরের জন্য ভয়ানক পরিস্থিতি’, লোকসভায় বললেন বিজেপি সংসদ অতুল গর্গ
গত মঙ্গলবার গাজিয়াবাদ থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভা সংসদ অতুল গর্গ কুকুরের কামড়ের ক্রমবর্ধমান বিষয়টি সকলের সামনে উপস্থাপন করেন। শুধু তাই নয়, কুকুর কামড়ানোর পর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সেটি মোকাবিলা করার জন্য একটি কমিটি গঠন করার দাবিও জানান তিনি। মঙ্গলবার লোকসভায় অতল গর্গ বলেন, ‘এখনও পর্যন্ত ভারতে ৩০.৫ লক্ষ মানুষকে কুকুরে কামড়েছে এবং তার মধ্যে ২৮৬ জন মারা গেছেন। চারি পাশে যে এত কুকুর-প্রেমী মানুষ দেখা যায়, তাদের মধ্যে কেউ কেন আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে আসে না?’…

