Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মা অন্নপূর্ণার পুজো, সোনায় মোড়া শুভশ্রী! ইয়ালিনির ছবি দিল নায়িকার বান্ধবী
মা অন্নপূর্ণার পুজো, সোনায় মোড়া শুভশ্রী! ইয়ালিনির ছবি দিল নায়িকার বান্ধবী

রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ছিল অন্নপূর্ণা পুজো। যজ্ঞ করে আরাধনা করা হল মায়ের। সেই ছবি অনলাইনে ভাগ করে নিলেন বাবলি-নায়িকা। সোনালি রঙের শাড়ি পরেছেন। গায়ে জড়িয়েছেন শাড়ির আঁচল। হাতে শাঁখা-পলা। গা ভরা সোনার গয়না। সিঁথি ভরা সিঁদুর। চোখ ফেরানো যাচ্ছে না শুভশ্রীর থেকে। অন্নপূর্ণা পূজো উপলক্ষে রাজকে দেখা গেল সাদা রঙের কুর্তায়। বউয়ের সঙ্গে পুজোতে বসেছিলেন তিনিও। পুজোয় দেখা গেল রাজশ্রী জুটির পরিবার ও বন্ধুদেরও। ছিলেন শুভশ্রীর বেস্ট ফ্রেন্ড পৌলমীও। তিনিই ভাগ করে নিয়েছেন খুদে ইয়ালিনির ছবি।…

Read More