Peshawar Blast: পেশোয়ারের মসজিদে সন্দেহভাজন জঙ্গির কাটা মুণ্ডু! বিস্ফোরণে মৃত বেড়ে ১০০
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মসজিদ। কীভাবে? ঘটনাস্থলে পাওয়া গেল সন্দেহভাজন জঙ্গির কাটা মুণ্ডু! প্রাথমিক তদন্তে অনুমান, প্রার্থনা চলাকালীন মসজিদে আত্মঘাতী হামলা চালায় সে। ঘটনার দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। ভরদুপুরে বিস্ফোরণ পেশোয়ারে। কোথায়? পুলিস লাইন এলাকার একটি মসজিদে। গতকাল, সোমবার প্রার্থনা করতে ওই মসজিদের ভিড় করেছিলেন কমপক্ষে ২৬০ জন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই ছিল যে, ভেঙে পড়ে মসজিদের ছাদ। ধ্বংসস্তুপের নিচে পড়েন অনেকেই। মৃতের সংখ্যা বেড়ে হল ১০০। আহত দুশোরও…