‘রিস্তা পাক্কা হুয়া’, সোনার টুকরো জামাই পেলেন মনুর মা! নীরজের সঙ্গে সে কী গল্প…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিসে অলিম্পিক্স (Paris Olympics 2024) শেষ। চলল ২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে ভারতের প্রাপ্তি হাফ ডজন পদক। যার মধ্য়ে রয়েছে নীরজ চোপড়ার (Neeraj Chopra) রুপো ও মনু ভাকেরের (Manu Bhaker) ব্রোঞ্জ। টোকিয়োতে সোনা জেতার পর নীরজ প্য়ারিসে পেলেন রুপো। নর্ম্যান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধুর সঙ্গে নীরজ-মনু মিলে গিয়েছেন। জ্য়াভলিন থ্রোয়ার ও শ্য়ুটার, দু’জনেই একাধিক অলিম্পিক্স পদক জয়ের ইতিহাস লিখেছেন। এবার নীরজ-মনুর বিয়ে দিয়ে দিল নেটপাড়া! দেশের তুই…