ছবিটিতে সবার আগে কার বা কঙ্কাল দৃশ্যত? জবাবই বলে দেবে কেমন মনের মানুষ আপনি
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক রকমের অপটিক্যাল ইলিউশন ভাইরাল হতে দেখা যাচ্ছে ৷ এর মধ্যে বেশ কিছুকে ব্রেন খাটিয়ে বের করতে হয় আর বেশ কিছুকে ব্যক্তিত্বের সঙ্গে সংযুক্তকরে জিজ্ঞাসা করা হয় ৷ মানুষও এই ধরনের সমস্যার সমাধান করেন রীতিমত কালঘাম ঝরাতে হয় সঠিক উত্তরের জন্য ৷ তবে ছবির মধ্যে তাকা বিভিন্ন বিষয়বস্তু নির্ধারিত করতে পারলে বিশেষ ভাবে উপকৃত হওয়া সম্ভব ৷ তবে ছবির মধ্যে যে বিষয়গুলি লুকিয়ে থাকে তা একটু নজর দিলেই সহজে বলা যেতে পারে ৷ একটি ছবিতে…