মাঝ আকাশেই বাবা-মাকে সারপ্রাইজ পাইলটের! দেখুন ভাইরাল ভিডিও
সব সন্তানই চায় একটা বয়সের পর বাবা-মায়ের সব দায়িত্ব কাধে তুলে নিতে। সকলেই চায় তাঁর জন্য গর্বিত হোন তাঁর অভিভাবক। এমনই এক সন্তান ও তাঁর বাবা-মায়ের সুমধুর সম্পর্কের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পেশায় পাইলট ওই ব্যক্তি তাঁর বাবা-মায়ের জন্য সেরা উপহার নিয়ে হাজির হয়েছেন তাঁরই ফ্লাইটে। পাইলটের বাবা মায়ের খুশি দেখে আনন্দিত নেটাগরিকরাও। আসলে ওই দম্পতি রাজস্থানের জয়পুরে তাদের নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে তারা যে ফ্লাইটে উঠেছিলেন ওই ফ্লাইটটি চালাচ্ছিলেন তাঁদেরই সন্তান। ওই দম্পতি…