Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘ধরা-ছাড়ার মাঝখানে…’, শ্রীময়ী-কাঞ্চনের ‘রাসলীলা’,নিঃশব্দে শান্তির খোঁজে পিঙ্কি!
‘ধরা-ছাড়ার মাঝখানে…’, শ্রীময়ী-কাঞ্চনের ‘রাসলীলা’,নিঃশব্দে শান্তির খোঁজে পিঙ্কি!

প্রেমের লাল রঙে নতুন বউ শ্রীময়ীকে রাঙাতে চান কাঞ্চন। বিয়ের পর প্রথম দোল, শ্রীময়ীর সঙ্গে রঙের চাদর জড়িয়ে কাটাচ্ছেন কাঞ্চন। বললেন, ‘শ্রীময়ীর কপালে লাল আর গালে সবুজ আবির মাখাব’। জুটির দোল খেলার আদুরে মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। কিন্তু এইসবের মাঝে কেমন আছেন পিঙ্কি? বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে তিনি ভুল করেছেন, সেই ভুলের স্বীকারোক্তি প্রকাশ্যেই করেছেন। জানিয়েছেন, ছেলে ওশকে নিয়ে ভালো আছেন তিনি। আপতত পিঙ্কির জীবনের একমাত্র প্রায়োরিটি তাঁর ছেলে। একইসঙ্গে অভিনয় কেরিয়ার সমান তালে চালাচ্ছেন কাঞ্চনের প্রাক্তন। ভালোবেসে ডিভোর্সি…

Read More